প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে ইতালিজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সোমবার প্রধানমন্ত্রীর জিউসেপ কোঁতে এই ঘোষণা দেন। এর ফলে দেশটির প্রফেশনাল ফুটবল টুর্নামেন্ট সিরি ‘আ’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো। এই টুর্নামেন্টে খেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু, লাওটারো মার্টিনেজ ও ইব্রাহিমোভিচসহ বড় বড় তারকারা।
টেলিভিশন ভাষণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে বলেন, সময় খুব বেশি নেই। এ সময় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেন ইতালির প্রধানমন্ত্রী।
এর আগে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দি অঞ্চল এবং আরো ১৪টি প্রদেশের প্রায় এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ করে রেখেছিল ইতালি সরকার। ইতালিতে সোমবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের পর ইতালিতেই করোনা ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ইতালির পুরো ২০টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। খবর গোল ডট কম ও বিবিসির।