ফাইজুর রহমান :উপজেলা প্রতিনিধি -নেত্রকোনার পর্যটন এলাকা দুর্গাপুর উপজেলা। পাহাড়ি এই সীমান্ত উপজেলার বেশ কিছু এলাকা রয়েছে যা মনোমুগ্ধকর। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বোমেশ্বরী নদী, চিনা মাটির পাহাড়, বিজয়পুর সীমান্ত, রানীখং মিশন,সাত শহীদের মাজার,নূরীপাতর,বালু, টংক আন্দোলনের অন্যতম নিদর্শন রাশিমনি স্মৃতিস্তম্ভ সহ বেশ কিছু এলাকার নৈসর্গিক দৃশ্য সকলের মন কাড়ে।
ছুটি পেলেই জেলাসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এছাড়াও সারা বছর কম বেশি মানুষের পদচারণায় মুখর থাকে দুর্গাপুরের দর্শনীয় স্পটগুলো। দেশজুড়ে করোনা ভাইরাস আতংকে স্থানীয় উপজেলা প্রশাসন দেরিতে হলেও বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যটকদের পিকনিক স্পটগুলো বন্ধ ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেন। প্রতিটি পয়েন্টে
পুলিশ বক্স থাকবে। যতটুকু পারা যায় চেক দেয়া হবে। কেউ নিষেধ অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলায় বিভিন্ন দেশ থেকে ফেরত প্রবাসীর সংখ্যা রয়েছে ৮৪ জন। তাদের ব্যাপারে তিনি জানান, সকলেই কোয়ারেনটাইনে রয়েছে। এ পর্যন্ত কাউকে জরিমানা করতে হয়নি।
এদিকে, ফেইসবুকে দুর্গাপুর থেকে এক ব্যক্তির একটি পোস্টে জানা গেছে, দুর্গাপুর অগ্রণী ব্যাংক শাখায় দুই ওমান প্রবাসীকে দিনভর ঘোরাঘুরি করতে দেখা গেছে ৷
সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।পুরো উপজেলা মনিটরিংয়ে রেখেছি আমরা।