নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গায় সাইকেল সেড নির্মাণ কাজে বাধাঁ দিয়ে কাজ বন্ধ করে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার।
১৪ জুলাই (মঙ্গলবার) বিকাল ৫:৩০মিনিটে প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার তার লিখিত বক্তব্যে জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল সেড এর ফ্লোর পাকা ও বাউন্ডারি নির্মাণ করার সময় স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও তার ছেলে মোঃ খোকন তাদের লোকজন নিয়ে সেড নির্মাণের জায়গা দিয়ে যাতায়াতের রাস্তা দেয়ার দাবী করে নির্মাণ কাজে বাঁধা দেন ও এক পাশে নির্মিত সেডের ওয়াল ভেঙে ফেলেন।
এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও তার ছেলে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।
প্রধান শিক্ষক তার লিখিত বক্তব্যে আরও জানান, বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমকে অবহিত করলে তাৎক্ষণিক তাঁরা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু ও পুলিশ ফোর্সসহ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় তারা প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যলয়ের কাগজপত্র দেখাকালীন সময়ে মোঃ আব্দুল কাদিরের ছেলে খোকন বিদ্যলয় কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষককে অশালীন ভাষায় বকাবকি করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।