রুবেল খান স্টাফ রিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নুসরাতকে হত্যার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হলে প্রধানমন্ত্রী যখন নির্দেশনা দেন, তখন এর বিচার প্রক্রিয়া দ্রুত হয়। কিন্তু সকল মানুষই রাষ্ট্রের, সকলের জন্যই একইভাবে আইনী প্রক্রিয়া এগুনো উচিত। শুধু একটা মামলা কোনো উদাহরণ হতে পারে না।
“সুস্থ সমাজের কীট ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠো বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের পূর্বধলা বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জামতলা এলাকা হয়ে খাদ্য গুদাম রোডে এসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মাওঃ আমিনুল হক লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ মাজহারুল ইসলাম, মাওঃ সাদেকুল ইসলাম, আলমগীর হোসেন মিজবাহ, ওয়ালীউল্লাহ, মোজাম্মেল হোসেন, ফয়জুল্লাহ প্রমুখ।
অপর দিকে উপজেলা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের রাস্তায় একই দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, যুব উন্নয়ন সংঘের সভাপতি জুনায়েতুজ্জামান জেনন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা।