রুবেল খান স্টাফ রিপোর্টার :নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, পূর্বধলা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সচিব ও মেম্বার মোঃ আব্দুল কাদির, এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও পুলিশ বৃন্দ সহ পূর্বধলা সদর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও জরুরী প্রয়োজনে ৯৯৯ এ ফোন করে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।