রুবেল খান স্টাফ রিপোর্টার :গৌরবময় অধ্যায়গুলোর অর্জনে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন-দেশমাতৃকার সেবায় নিজের কর্মদক্ষতার পরিচয়ে সমাদৃত হয়েছেন দেশ, বিদেশে। মাহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্টায় অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে বিভিন্ন প্রতিকুল পরিবেশেও অন্যায়ের সাথে আপোষ করেননি –মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্টার সংগ্রামে কর্মজীবনে সকল বাধা অতিক্রম করে লক্ষে পৌঁছেছেন।
বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে, -সেখানেও অসীম সাহসীকতার পরিচয় দিয়ে সবচাইতে ঘৃনীত অপরাধীদের বিচার কাজের সহায়ক শক্তি হিসাবে কাজ করে –অপরাধীদের অপরাধকে প্রমান করে বাঙালীকে ঋনমুক্ত করেছেন।
এই মানুষটি উনার জীবদ্দশায় এত বড় পদে অধিষ্ঠিত থেকেও শত ব্যস্ততার মাঝে নিজ এলাকার মানুষের উপকারে সকল কৃপনতার উর্ধ্বে থেকে পুর্বধলাবাসীকে ঋনী করে গেছেন।
এলাকার অসংখ্য পরিবারকে চাকুরী প্রদান সহ নানান সহযোগিতা করে এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছেন এবং থাকবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মুহা.আবদুল হাননান খান পিপিএম এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) পূর্বধলা সরকারি কলেজ ও জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩:৩০ মিনিটে ও দ্বিতীয় জানাজা বিকাল ৪ :৩০ঘটিকায় নিজ গ্রামের খলিশাউড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং গার্ড অব অনার দেয়া হয়। এর আগে সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রিয় মানুষকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে হাজার মানুষের ঢল নামে। ফুলের তোড়া ও পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়।
মরহুম হাননান খানের জানাজায় ইমামতি করেন উপজেলার সেহলা মাদ্রাসার মহাপরিচালক মাও. আহাম্মদ হোসেন। তার পূর্বে বক্তব্য রাখেন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু,ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডল, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ- সভাপতি মাজাহারুল ইসলাম সোহেল আ.লীগ নেতা মাছুদ আলম টিপু, মরহুমের ভাতিজা রাশেদ কুদ্দুস সুজন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ওয়াসিক হোসেন অয়ন, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আইয়ূব আলী, নিজাম উদ্দিন, বিএনপি নেতা আবু তাহের তালুকদার, জাপা নেতা ওয়াহিদুজ্জামান আজাদ প্রমুখ।
উল্লেখ্য, তিনি গত রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।