মোঃ আব্দুল কাদির স্টাফ রিপোর্টার :নেত্রকোণার পূর্বধলায় কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কারে’র দাবিতে পূর্বধলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আজ (২৮ জানুয়ারি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আলী আহাম্মদ খান আইয়োব, উদীচীর পূর্বধলা শাখার সভাপতি এম এ হাকিম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোঃ এমদাদুল হক বাবুল, মোঃ আবু হানিফ তালুকদার রাসেল, ছাত্রনেতা নেতা শহীদুল ইসলাম আংগুর, আকাশ আহমদ প্রমূখ। ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কারের দাবিতে মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম স্বাধীনতা ডট কম এর প্রতিনিধিকে জানান গত ১৪ জানুয়ারি উপজেলা মাসিক সমন্বয় সভায় তিন একর জমিতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ পাঠাগার, মিনি শিশু পার্ক, বৈকালিক সময়ে শাররীকচর্চার নিমিত্তে চারদিকে ওয়াক ওয়ে নির্মাণের প্রস্তাব প্রাক্কলন করে জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুমোদিত হয়েছে। অর্থ বরাদ্দ ও প্রাপ্তি সাপেক্ষে পূর্বধলা কেন্দ্রীয় শহিদ মিনারের কাজগুলি করা হবে এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।