মোঃ আব্দুল কাদির স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ প্রকল্পের ৫৩টি ঘরের মধ্যে কয়েকটি ঘরের দেয়ালের কিছু অংশ ফেটে যাওয়ার অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় সংবাদটি আসলে সরেজমিন পরিদর্শন করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান।আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধলা যাত্রাবাড়ি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১২টি ঘরসহ বেশ কিছু ঘর পরিদর্শন করেন।
অসহায়, দরিদ্র ৫৩টি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি সেমি পাকা গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান সাংবাদিকদের জানান, গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ৫৩টি ঘরের মধ্যে ৭টি ঘরের একটু সমস্যা হয়েছে।নিচু জমি নতুন মাটি দিয়ে ভরাট করার কারণে ঘরের কিছু অংশ টেবে গেছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করায় ফাটল দেখা গেছে। তিনি ৭টি পরিবারকে সংস্কারের পর ঘরে থাকার পরামর্শ দেন ও দ্রুত সময়ের মধ্যে শতভাগ কাজ শেষ করার আশ্বাস দেন।স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, উপকারভোগীদের মতে স্থানীয় প্রশাসন সাধ্যমত মানসম্পন্ন কাজ করেছে। আশ্রয়ণ প্রকল্পের কাজে কোন ধরণের গাফিলতি হয়নি এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
ঘর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাসরিন বেগম সেতু, উপজেলা প্রকৌশলী মো.আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন,পূর্বধলা থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।