মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা আজ (২৫ মার্চ)পরিবহন নিয়ন্ত্রন আইন না মানায় ১০ জনকে অর্থদন্ড প্রদান করেন ভ্রম্যমান অদালত।
বর্তমান করোনা সংক্রমণ প্রতিরোধে পূর্বধলা উপজেলার লালমিয়ার বাজার, আতকাপাড়া তৈলের পাম্প, দেওটুকোন বাজার, পূর্বধলা স্টেশন বাজারএলাকায় এবং শ্যামগঞ্জ-বিরিশিরি রোডে সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থ দন্ড প্রদান করেন।
উপজেলা সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগম সেতু ভ্রম্যমান অদালত পরিচালনা করেন৷পরিবহন নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী ১০জনকে ৪৮০০ টাকা জরিমানা করা হয় । এসময় উপজেলা সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগম সেতু উপস্থিত জনসাধারণ এবং গনপরিবহনের যাত্রীদের মাঝে প্রায় ৩২৫টি মাস্ক বিতরন করনে। সকলকে মাস্ক পরিধান ও আইন মেনে চলতে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগম সেতু স্বাধীনতা ডটকমের প্রতিনিধিকে জানান গণপরিবহন এড়িয়ে চলা কিংবা সতর্কতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।বাস, ট্রেন কিংবা অন্য যে কোন ধরণের পরিবহনের আসনে করোনাভাইরাস থাকতে পারে।সে জন্য যে কোন পরিবহনে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং সেখান থেকে নেমে ভালোভাবে হাত পরিষ্কার করার। একই ডেস্ক এবং কম্পিউটার ব্যবহার করলেও ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। হাঁচি-কাশি থেকে করোনাভাইরাস ছড়ায়। যে কোন জায়গায় করোনাভাইরাস কয়েক ঘন্টা এমনকি কয়েকদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অফিসের ডেস্কে বসার আগে কম্পিউটার, কিবোর্ড এবং মাউস পরিষ্কার করে নিন, যেসব জায়গায় মানুষ বেশি জড়ো হয় সেসব স্থান এড়িয়ে চলা কিংবা বাড়তি সতর্কতার থাকতে হবে।